Blue Jeans - Bondhu
Bondhu
প্রখর রোদে তোর সাথে
তোরই তাপে আমিও তাপি
ভোরের কুয়াশায় তোর সাথে
তোর হিমে আমিও – আমিও শীতল
তোর সাথে হাসতে রাজি
তুই কাঁদলেও আমি আছি
তোর জন্যে ধরতে রাজি
প্রেমের অস্তিত্ব বাজি।
তোর সাথে যত স্মৃতি
স্বপ্ন যেমন তেমন রঙ্গিন
পার হওয়া বছর গুলো
আজও মনে হয় এইতো – এইতো সেদিন
তোর সাথে ভাসতে রাজি
তুই ডুবলেও আমি আছি
তোর জন্যে করতে রাজি
উদ্ভট সব কারসাজি।
কিছুটা সময় ছিলি না পাশে
হচ্ছে দেখা নতুন বেশে
জমে যাওয়া সব দুঃখগুলো
ভুলিয়ে নিবি একটু – একটু হেসে
তোর সাথে জিততে রাজি
তুই হারলেও আমি আছি
তোর জন্যে বলতে রাজি
চুপ থাকলেও আমি আছি।
No comments